স্টাফ রিপোর্টারঃ সাভারের বিপিএটিসি কলেজের মেধাবী ছাত্রী এবং ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী নিহত মুক্তা পারভিনের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ। মুক্তা জিপিএ ৪.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। স্কুলের গন্ডি পেরিয়ে দরিদ্র পরিবারের মেয়ে মুক্তা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের আশায় সাভারের শাহীবাগ এলাকায় একটি মহিলা হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও তা জানা হলো না মুক্তা পারভিনের।
মুক্তা মানিকগঞ্জের শিবালয় থানার মোঃ দুলাল উদ্দিনের একমাত্র কন্যা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১শে জুলাই সাভারের শাহীবাগ এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরিবারের দাবি ছিল স্বামী রাশেদ যৌতুকের টাকা না পেয়ে তাকে হত্যা করে। এ ব্যাপারে মুক্তার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তবে পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দূর্বল হওয়ায় মামলা চালানো তার পক্ষে সম্ভব হয়নি।