স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিতাস গ্যাস ঠিকাদার হুমায়ুন কবির রশিদ। শনিবার ২০ ফেব্রুয়ারী দুপুরে ঠিকাদার রশিদ সাংবাদিকদের বলেন, “আমি দীর্ঘদিন যাবত সাভারে তিতাস গ্যাস এর ঠিকাদার হিসেবে সুনামের সাথে কাজ করে আসছি। বর্তমানে প্রায় ৬ বছর যাবত গ্যাস সংযোগ দেওয়া বন্ধ এবং গত ৩ বছর যাবত আমি শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছি। উল্লেখ্য গত ২০২০ সালের শেষের দিকে আমি একটানা ৫৯ দিন সিসিইউ তে চিকিৎসাধীন থাকি।
গত ১৯শে ফেব্রুয়ারী শুক্রবার আমার বিরুদ্ধে গ্যাস লাইন দেওয়ার কথা বলে দুর্নীতির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কয়েকটি অনলাইন পোর্টালে যে সংবাদ প্রকাশ করা হয় তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, উদ্দদেশ্য প্রনোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি অসুস্থ থাকায় আমার ছেলে উৎস মোল্লা বাদী হয়ে আজ ২০শে ফেব্রুয়ারী শনিবার সকালে সাভার মডেল থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছে।”
