স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার বাজার বাসস্ট্যান্ড এর নিউ মার্কেট এলাকায় রাত সাড়ে নয়টা নাগাদ একটি চলন্ত প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরইত হয়ে মুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১লা মার্চ রাত পৌনে ৯ টার দিকে ঘটা এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে চরম যানজটের সৃষ্টি হয়। আগুনের উত্তাপের করণে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ আসে-পাশের স্থানগুলো থেকে সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আসে।
প্রায় মিনিট দশেক এর মধ্যেই ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের একটি চৌকস দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় ফায়ারসার্ভিস এর কর্মীরা জানান রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের মাধ্যমে তারা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।