স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মিণী আরজু মনি সেরনিয়াবাত এর ৭৫ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন সাভার উপজেলার অন্তর্গত আশুলিয়া থানা যুবলীগ এর সভাপতি পদ-প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সফল কার্যনির্বাহী সদস্য দেওয়ান রাজু আহমেদ।

সোমবার আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় দেওয়ান রাজু আহমেদ এর ব্যক্তিগত কার্যালয়ে এ আয়োজন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে যুবলীগের সাবেক বর্তমান সকল নেতা-কর্মীদের জন্য দোয়া করা হয়। এসময় আশুলিয়া থানা যুবলীগের শতাধিক নেতা-কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।